পুঠিয়ায় আ.লীগ নেতা কালাম গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৭

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। ছবি: প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে বানেশ্বর বাজারে ঘোরাঘুরি করা অবস্থায় পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সৃষ্টি, দোকান ভাঙচুর, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা এলাকায় ডিশের ব্যবসা করায় তিনি ডিশ কালাম নামে পরিচিত। তার বাড়ি বানেশ্বর নামাজ গ্রামে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাংচুরসহ চারটি মামলা রয়েছে।