Logo
×

Follow Us

জেলার খবর

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুরের কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী-ঘোড়াশাল সড়কের দেওপাড়া এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল শনিবার (১৪ আগস্ট) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় শনিবার রাত পৌনে ১১টার দিকে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনুমানিক চার বছরের এক শিশু ও অটোরিকশাচালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় অটোরিকশাচালককে ঢাকায় রেফার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জে গেল রাত ১১টার দিকে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক শিশুসহসহ ৫ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫