Logo
×

Follow Us

জেলার খবর

ভোলায় যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৭

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৭

ভোলায় যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৭

আটককৃত সাত সন্ত্রাসী। ছবি: ভোলা প্রতিনিধি

ভোলার সদরের চরসামাইয়া ইউনিয়নে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমানসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে।

গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র ও ৮টি কাঠের বাট উদ্ধার করা হয়।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর প্রেস ব্রিফিংয়ে জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সদস্যরা স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো অপকর্ম করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজী বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়ি তল্লাশি চালায় যৌথ বাহিনী সদস্যরা। পরে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সব আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫