Logo
×

Follow Us

জেলার খবর

ঝিকরগাছায় বিএনপির ২১ নেতাকর্মী বহিষ্কার

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯

ঝিকরগাছায় বিএনপির ২১ নেতাকর্মী বহিষ্কার

বিএনপির লোগো। ফাইল ছবি

দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন নাভারণ ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলাম, নাহিদ, মিজান, অসীম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী, বাবু ও ও নজরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনু তার দলবল নিয়ে উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় তোপেরমুখে পড়েন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলার পাশাপাশি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে দলটি ২১ নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার আহ্বান জানিয়েছে জেলা বিএনপি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫