Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র জব্দ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র জব্দ

কক্সবাজার সদরে যৌথবাহিনীর অভিযান। ছবি: প্রতিনিধি

কক্সবাজার সদরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের অভিযানে যায়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যার করণে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

পরে সেখানে তল্লাশি করে ৩টি এল জি, ১টি এক নলা বন্দুক, ৭টি কার্তুজ, ১টি দা, ১ হাতুড়ী, ৩ টি চাকু, ২টি চাপাতি, ফাঁকা দলিল দস্তাবেজ ও গাঁজা জব্দ করা হয়েছে। 

জব্দকৃত অস্ত্রগুলো ব্যবহার করে তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো বলে অভিযোগ ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫