Logo
×

Follow Us

জেলার খবর

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা বললেন রিজওয়ানা হাসান

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৭

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা বললেন রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: নোয়াখালী প্রতিনিধি

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানির পর বাংলাদেশ সরকার এই টাকা পাবে- এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ সোমবার (২৩ সেপ্টম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ইলিশ এখনও যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যেই দেশে দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে, এমন ধারণা ঠিক নয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেকে সমর্থন দিয়েছে। প্রতিবেশীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতে হবে। আমরা চাই না, সেই ধারাটা বন্ধ হয়ে যাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫