Logo
×

Follow Us

জেলার খবর

বিজিবির অভিযানে ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯

বিজিবির অভিযানে ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তসহ বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খালিশপুর ৫৮ বিজিবির হেডকোয়ার্টারে এ মাদক ধ্বংস করা হয়। 

এ সময় ২০২৩ সালের ১৪ মার্চ থেকে চলতি বছরের ৩২ জানুয়ারি পর্যন্ত জব্দ হওয়া বিভিন্ন প্রকার ৪৯ হাজার ৮০ বোতল দেশি-বিদেশি মদ, ১২ হাজার ৪৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৭৬ কেজি গাজা, ৮৭১ পিচ ইয়াবা ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি।

অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস, জেলা মাদক অধিদপ্তর কর্মকর্তা গোলক মজুমদারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫