পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৫৫

গাজীপুর জেলার মানচিত্র। ফাইল ছবি
গাজীপুরে ১৬ দফা দাবিতে আইরিস ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-নবীনগর অংশের জিরানী এলাকা অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলকারী যাত্রী ও পথচারীরা।
শ্রমিকরা জানান, কারখানার ৪ কর্মকর্তার পদত্যাগ, শ্রমিকদের সঙ্গে অশ্লীল আচরণ বন্ধ, হাজরা বোনাস বৃদ্ধি, টিফিন ফি বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা।
দাবি মানার আশ্বাস দিয়ে কারখানা ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। দুই দিন ছুটি থাকার পর আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দেন।
প্রতিশ্রুতি অনুযায়ী দাবি না মানায় শ্রমিকরা আবারোও মহাসড়ক অবরোধ করে রাখেন।
সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আন্দোলনের মুখে আশপাশের অন্তত ১০-১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।