Logo
×

Follow Us

জেলার খবর

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পৃথক দুই কমিটি

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১৭:১০

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পৃথক দুই কমিটি

গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছনা বেগম। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পৃথক দুইটি কমিটি গঠন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন। অভিযুক্ত ওই শিক্ষিকার নাম হাছনা বেগম। তিনি গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ বছর ধরে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, অপেশাদারিত্বের অভিযোগ আনেন ওই বিদ্যালয়ের সহকারী চার শিক্ষিকা ও সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য মেহেদুল ইসলাম দুলাল।

এছাড়া স্লিপের বরাদ্দ নয়ছয়, বিদ্যালয়ের বাঁশ কেটে নেওয়া এবং পুরনো দোলনা, গ্রিল বিক্রির মতো গুরুতর অভিযোগ তোলেন অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

গতকাল রবিবার (৬ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাছনা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।

এর আগে, গত শনিবার (৫ অক্টোবর) প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও অনিয়মের ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫