
পঞ্চগড় সদর থানা। ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় দেবীগঞ্জ থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন ও পৌর কৃষকলীগের সভাপতি আবু বকর সিদ্দীক।
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় র্যাব অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জানা যায়, পঞ্চগড় সদরে গত ১৯ জুলাই জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৭ আগস্ট পুরাতন পঞ্চগড় এলাকার আব্দুল বাতেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এতে ১১৪ জনের নামসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় গতকাল র্যাব সুইডেন ও সিদ্দীককে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (৯ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।