নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসায় ট্রাক, ১২ শিক্ষার্থী আহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১৪:২৪

ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশু শিক্ষার্থীদের উপর দেয়াল ভেঙে পড়ে। এতে ১২জন শিক্ষার্থী আহত হন।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর রাত ৩টায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থী মুরসালিন (১২) ও নোমানসহ (১১) চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো পড়াশোনা শেষে রাতে ঘুমিয়ে পড়েন শিক্ষার্থীরা। রাত ৩টার দিকে হঠাৎ মালবাহী চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তা লাগোয়া মাদ্রাসার দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এসময় ভাঙা দেয়ালের ইট ঘুমন্ত শিশুদের শরীরের উপরে পড়ে। এতে অল্পের জন্য বেঁচে যান তারা। তবে আহত হন ১২ জন শিক্ষার্থী। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদ্রাসা কমিটির সদস্যরা জানায়, মহাসড়ক থেকে মাদ্রাসাটি কাছাকাছি হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কর্তৃপক্ষ যদি মাদ্রাসার সামনের অংশে দেয়াল অথবা গার্ডার নির্মাণ করে দেয় তাহলে ঝুঁকি কমবে।
মাদ্রাসা ছাত্রদের কয়েকজন জানান, তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকেন। প্রায়ই রাতে যানবাহনের হর্ন বাজানো উচ্চ শব্দে ঘুম থেকে চমকে উঠেন। তারা নিজেদের নিরাপত্তার দাবি জানান।
মাদ্রাসার মুহতামিন হাফেজ মাওলানা মোহাম্মদ নুর আলম জানান, মাদ্রাসার ৫তলা ভবনের নির্মাণ করার কথা রয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কমে গেছে। রাস্তার কাছাকাছি হওয়ায় বর্তমানে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। স্থানীয় ও সরকারিভাবে সহায়তা করলে মাদ্রাসার ভবনের কাজ শেষ করা যাবে। তখন নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে কোন ঝুঁকি থাকবে না।