Logo
×

Follow Us

জেলার খবর

নাশকতা মামলায় বিএনপির সাবেক তিন এমপিসহ ১২৫ নেতাকর্মী খালাস

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১৯:৪৩

নাশকতা মামলায় বিএনপির সাবেক তিন এমপিসহ ১২৫ নেতাকর্মী খালাস

বিএনপির লোগো। ফাইল ছবি

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সাবেক তিন সংসদ সদস্যসহ বিএনপির ১২৫ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি খালাসের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ইমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের পক্ষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির নেতাকর্মীদের খালাস দিয়েছেন।

খালাস প্রাপ্তরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তারা তিনজন বিএনপির সাবেক সংসদ সদস্য।

এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আকন সম্রাট ও মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ মোট ১২৫ জন খালাস পেয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ইমন মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৭ নভেম্বর আওয়ামী সরকারের আমলে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মজিবর রহমান সরোয়ারকে প্রধান করে ১২০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।

থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দায়েরকৃত এ মামলটি দীর্ঘদিন সাক্ষীপর্যায়ে ছিল। অবশেষে রাষ্ট্রপক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক মামলাটি খালাস করে দিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫