Logo
×

Follow Us

জেলার খবর

মাদারীপুরে বিষ খাইয়ে ১১ বানর হত্যা!

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৯:৫২

মাদারীপুরে বিষ খাইয়ে ১১ বানর হত্যা!

মাদারীপুরের চরমুগরিয়ায় শত বছর ধরে উন্মুক্তভাবে বিচরণ করা বানরদের ভেতর থেকে ১১টি বানরকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৫ মে) বিকালে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একটি বানরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস বলেন, মঙ্গলবার কে বা কারা যেন চরমুগরিয়ায় ১১টি বানরকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে এবং একটি বানরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চরমুগরিয়া গিয়ে ১১ টি বানরকে মাটি চাপা দেয়া অবস্থায় পাই; এবং একটিকে অসুস্থ অবস্থায় পাই। 

তিনি আরো বলেন, বিষয়টি মাদারীপুর সদর থানাকে আমরা অবহিত করেছি। এবং বৃহস্পতিবার বন্য প্রাণী সংরক্ষণ আইনে আমরা মামলা দায়ের করবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫