চুনারুঘাট থেকে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ২০:৫১

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের মো. শামসুল হক (৪৮) ও জাহিদুল ইসলাম (২০)।
এর আগে, গতকাল বুধবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।