আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা: আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ২১:০০

আওয়ামী লীগ নেতা হাজী আক্তার হোসেন। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামী লীগ নেতা হাজী আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আক্তার হোসেন ওই গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে। তিনি তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বিল্লাল হোসেন বলেন, বিকেলে স্থানীয় বিএনপি নেতা হাসান তার লোকজন নিয়ে হাজী আক্তার হোসেনের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আক্তার হোসেন এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।