Logo
×

Follow Us

জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১৯:১৮

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আরসার গান গ্রুপ কমান্ডার মো. হোসাইন জোহর। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

আজ রবিবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরসার গান গ্রুপ কমান্ডার মো. হোসাইন জোহর (৩২) থাইংখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/০৭ ব্লকের বাসিন্দা মৃত মো. দলুমিয়ার ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. হোসাইন জোহরকে তার নিজ বাসা থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং চার রাউন্ড খালি খোসাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, তিনি মিয়ানমারের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করতেন। তিনি আরএসও কমান্ডার খায়রুল আমিন হত্যার এজাহারভুক্ত আসামি। হোসেন জোহরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫