Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র জব্দ

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১৯:১২

পুঠিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র জব্দ

সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে পুঠিয়ায়। ছবি: প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে এই অস্ত্রগুলো জব্দ করে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউ গ্রেপ্তার হয়নি।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে আলামতসহ বেলপুকুর থানায় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫