Logo
×

Follow Us

জেলার খবর

ডাকাতের হামলায় আহত নৈশ প্রহরীর ৮ দিন পর মৃত্যু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১৯:১৩

ডাকাতের হামলায় আহত নৈশ প্রহরীর ৮ দিন পর মৃত্যু

পঞ্চগড় জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

পঞ্চগড়ের দেবীগঞ্জে মেসার্স সাহা হাসকিং মিল নামে এক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লাবু ইসলাম (৫২) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তার মৃত্যু হয়।

এর আগে গত ১৫ অক্টোবর দিবাগত রাতে রাইস মিলে থাকা আমিনুর রহমান (৫৮) ও লাবু ইসলাম নামে দুই নৈশ প্রহরীর উপর মুখোশ পরিহিত বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে ওই দুইজনই মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টানা আটদিন চিকিৎসা শেষে লাবু আজ মারা যান। 

লাবু পৌরসভার কামাতপাড়া এলাকার ভোলা মিস্ত্রীর ছেলে। অপরজন আমিনুর চিকিৎসা শেষে গত মঙ্গলবার (২২ অক্টোবর) বাসায় ফিরেছেন। তিনি এখন অনেকটাই শঙ্কা মুক্ত।

জানা যায়, গত ১৬ অক্টোবর সকালে রাইস মিলের স্বত্বাধিকারী নন্দন কুমার সাহার ছোট ভাই সুব্রত কুমার সাহা রাইস মিলে এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর লাবু প্রধান দরজা খুলে দেন। এরপর লাবু ও আমিনুরকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি থানায় ফোন করেন। এ সময় অফিসের দরজা ও ভেতরের আলমারি ও সিন্ধুক ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। রাইস মিলের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকলেও দুর্বৃত্তরা কৌশলে ডিভিআরের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এই ঘটনায় ১৬ তারিখ দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নন্দন কুমার সাহা। ঘটনার পেছনে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে সেনাবাহিনী ও পুলিশ কাজ করে। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে প্রথমে সন্দেহভাজন হিসেবে বেলী নামে এক যুবককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো চারজনকে আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলী ঘটনার সাথে নিজেসহ এই চারজনের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। পরে পাঁচজনকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাজারপাড়া এলাকার সোহেল রানা, মধ্যপাড়ার মো. জাকির হোসেন ও হৃদয় ইসলাম বেলি, বোডিংপাড়ার সাজু ইসলাম এবং তালতলার সমির ফকির।। অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল এবং একটি চেইন স্টিক জব্দ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫