ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১৬:৩০

বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্র্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবির পৃথক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আখাউড়ার বাউতলা সীমান্ত ও বিজয়নগরের চান্দুরা এলাকায় বিজিবি-২৫ ও বিজিবি-৬০ ব্যাটালিয়ন এ অভিযান চালায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল রাত ১০টার দিকে বাউতলা এলাকায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের অভিযানে ৫ হাজার ২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক মূল্য দুই কোটি ৬৩ লাখ টাকা।
এদিকে ২৫ ব্যাটালিয়নের অভিযানে রাত ১টার দিকে চান্দুরা এলাকায় অভিযানে ৪৫০ কেজি জিরা, ৯৪২ মিটার সোফা ও কুশন কাভারের কাপড়, ১২ হাজার ৮৪৭ পিস বিভিন্ন ওষুধ, ছয় হাজার ৬৩৮ পিস সানগ্লাস, ২৮ পিস শাড়ি, এক হাজার ৭৪৩ পিস ডগ ফুড, ২৩ হাজার ৫২০ পিস প্রসাধনী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ৬১ লাখ ৩০ হাজার ৭৪০ টাকা।
এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।