Logo
×

Follow Us

জেলার খবর

ভাসানচরে পৌঁছেছেন আরও ৫০৬ রোহিঙ্গা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১৭:০০

ভাসানচরে পৌঁছেছেন আরও ৫০৬ রোহিঙ্গা

ভাসানচরে পৌঁছেছেন ৫০৬ রোহিঙ্গা। ছবি: নোয়াখালী প্রতিনিধি

২৫তম ধাপে নতুন করে আরও ৫০৬জন রোহিঙ্গা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন।  

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নৌবাহিনীর দুটি জাহাজে চট্টগ্রাম থেকে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান।

এর আগে, গতকাল সোমবার (২৯ অক্টোবর) সকালে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয়। পরে রাতে ২০টির অধিক বাস করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তারা।

এসব তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর। তিনি জানান, ৫০৬ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জনসহ মোট ৯০১ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। এটি একটি চলমান প্রক্রিয়া। সর্বশেষ গত ১ মার্চ ২৪তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫