Logo
×

Follow Us

জেলার খবর

চাকরি ও বদলি প্রতারণার অভিযোগে জেলা ছাত্র সমাজের নেতা গ্রেপ্তার

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ২০:৪৬

চাকরি ও বদলি প্রতারণার অভিযোগে জেলা ছাত্র সমাজের নেতা গ্রেপ্তার

জাকিরুল ইসলাম। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে, তাদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে চাকরি ও বদলি প্রতারণার অভিযোগে জাকিরুল ইসলাম নামে জেলা ছাত্র সমাজের এক নেতাকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

জাকিরুল লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক। তিনি জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাকিরুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। এর আগে, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে ডিবি পুলিশ উল্লেখ করে, জাকিরুলের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এর জেরে তিনি চাকরির তদবির করার নামে ও বদলি করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরুলকে আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরুল প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় বাদী হয়ে সদর থানায় জাকিরুলের নামে একটি মামলা করেন। 

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চ পদস্থ ব্যক্তিদের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুলকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫