Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারের ৪৪ মামলার আসামি জিয়া গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৩

কক্সবাজারের ৪৪ মামলার আসামি জিয়া গ্রেপ্তার

আসামি জিয়াবুল হক জিয়া। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চৌফলদন্ডী এলাকার শীর্ষ সন্ত্রাসী ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার (৬ নভেম্বর) ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র বলছে , ভূমিদস্যু চিংড়ি ঘের দখলকারী এবং ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়া কক্সবাজারের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তিনি চৌফলদন্ডী উপজেলার পশ্চিম মাঝেরহাট পাড়ার মনির আহমেদের ছেলে।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক, ভূমিদস্যু, চিংড়ি ঘের দখলকারী, অসংখ্য মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া। তার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নারী নির্যাতন, জোরপূর্বক নিরপরাধ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায় র‌্যাব।

এর প্রেক্ষিতে সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে তার আস্তানা থেকে ৩০০টির অধিক স্বাক্ষরিত ফাঁকা দলিল দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলেও তিনি পালিয়ে যান।

জিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ ১৫ বছর ধরে চৌফলদন্ডী এলাকায় নানা অপরাধের বিষয় স্বীকার করেছেন বলে জানিয়ে র‌্যাব কর্মকর্তা। তিনি বলেন, জিয়া বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশি অস্ত্র-গুলি সংগ্রহ করে তার দখল বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলে। এ সকল অবৈধ অস্ত্রের দাপটে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপরাধ করতেন। 

জিয়াকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫