লালমনিরহাটে কৃষকের ধান কেটে দিলো চাকরি প্রত্যাশীরা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ১৫:২৬
করোনা পরিস্থিতিতে লালমনিরহাটে হতদরিদ্র চাষিদের ধান কেটে দিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ চাকরি প্রত্যাশী প্রার্থী প্যানেল বাস্তবায়ন কমিটি।
শুক্রবার (৮মে) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার মতাদী ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদের দুই বিঘা জমির ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন তারা।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ধান কাটা কৃষি শ্রমিকরা ঘরের বাইরে বের হচ্ছেন না। আবার অনেক ধান কাটা শ্রমিক ভালো উপার্জনের আশায় সরকারী ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে চলে গেছেন। ফলে শ্রমিকের অভাবে এ অঞ্চলের অনেক কৃষকের পাকা ধান ক্ষেতে পড়ে আছে। এসব কৃষকের পাশে দাঁড়িয়েছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাকরি প্রত্যাশী প্রার্থীরা।
প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি শাহিন আলম বলেন, কৃষি শ্রমিক সংকটে কৃষকরা ধান কাটে ঘরে তুলতে পারছে না। তাই আমরা কৃষকের ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ধাপে কৃষক আবুল কালাম আজাদের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয়া হলো। আমরা পর্যায়ক্রমে জেলার প্রতিটি গ্রামে হতদরিদ্র চাষিদের ধান কেটে ঘরে তুলে দিবো।
এসময় তিনি পূর্বের নিয়োগের মতো ২০১৮ সালের নিয়োগও প্যানেলের মাধ্যমে দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
কৃষক আবুল কালাম আজাদ জানান, করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। তারা এসে আমার দুই বিঘা জমির ধান কেটে দিয়ে বড় উপকার করেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ২৪ লাখ চাকরি প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৩ শতাংশ।