Logo
×

Follow Us

জেলার খবর

শেরপুরে বিপুল পরিমাণের ভারতীয় মদ উদ্ধার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১৫:২০

শেরপুরে বিপুল পরিমাণের ভারতীয় মদ উদ্ধার

আটককৃতরা। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ সময় ৭৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। একটি মাইক্রোবাসযোগে মাদক কারবারিরা এই মদ নিয়ে যাচ্ছিল।

আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাদক কারবারি আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর ছনকান্দা গ্রামের জিয়ারুল হোসেনের আলী হোসেন (২৬)। 

নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫