বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৬

যশোরের বেনাপোল বন্দর। ছবি: সংগৃহীত
বেনাপোল বন্দরে দিনেশ চান যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক চালকের স্ট্রোকে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি ভারত থেকে নিয়ে তুলার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বেনাপোল বন্দরে ২৫ নম্বর শেডে টিটিআই এসিড মাঠে তুলাবোঝাই ট্রাকটি রাখেন।
নিহত ট্রাক চালক দিনেশ চাদঁ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ট্রাকের মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে ওই ট্রাক চালকের মরদেহ হস্তান্তর করা হবে।