Logo
×

Follow Us

জেলার খবর

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে ব্লকেড কর্মসূচি

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ২১:০৭

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে ব্লকেড কর্মসূচি

রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে কমপক্ষে পাঁচজনকে নিয়োগ না দিলে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সোমবার (১১ নভেম্বর) উপদেষ্টা নিয়োগে বৈষম্যের প্রতিবাদে রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে দেশে সর্বপ্রথম প্রাণ দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগে দেশের ছাত্র-জনতা জেগে ওঠে। পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে বলেছেন, রংপুর হবে এক নম্বর জেলা। অথচ উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গ থেকে কাউকে রাখা হয়নি। ফলে বিগত দিনের মতো বর্তমানেও উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। এখানকার মানুষের সমস্যাগুলো তুলে ধরে কাজ করার মত মানুষ নেই উপদেষ্টা পরিষদে।

অবিলম্বে রংপুরসহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার আহ্বান জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, রাজিমুজ্জামান হৃদয়, নাহিদ খন্দকার, আলমগীর নয়ন প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫