চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৩:৩৩

নিহত সবুজ। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে সবুজ (২৩) নামের এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে।
আজ বুধবার (১৩ নভেম্বর) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ করে পুলিশ।
বেলগাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য হারুন মন্ডল জানান, সবুজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তবে এদিন রাত ৯টার দিকে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনাস্থল পরিদর্শক করে জানান, হত্যাকাণ্ডের তদন্তকাজ শুরু হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে।