
আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: বরিশাল প্রতিনিধি
বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তানভীর রহমান তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপ-পরিদর্শক নূর মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আসামিদের জামিন নামঞ্জুর হলে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাতায়লী, খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়ুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাপংদ, আজনদ সু দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।