মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ২০:০২
-673602fb724ff.png)
কক্সবাজার জেলার মানচিত্র। ফাইল ছবি
কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯)। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার সোনারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন।
ওসি আরিফ জানান, নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাড়া করা বাইক নিয়ে তিনি মেরিন ড্রাইভ সড়কে চলাচল করছিলেন। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনি মারা যান। তবে তিনি ট্যুরিস্ট নাকি কোন সংস্থার প্রতিনিধি তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।