
কুমিল্লায় প্রথমবারের মতো একই পরিবারের ৯ জন সদস্য করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে। আক্রান্তরা মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
আক্রান্তদের ৭ জনের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ৬৫ ও ৫৫ বছর।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল আলম বলেন, বাখরনগর গ্রামের দুই ব্যক্তি লকডাউনের মধ্যে ঢাকা থেকে বাড়ি আসেন। জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক এসে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রিপোর্ট পজিটিভ আসে। পরে ওই পরিবারের ৭ জনসহ মুরাদনগর থেকে মোট ১৮টি নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠালে গত ৮ মে রিপোর্টে দেখা যায়, ঢাকা ফেরত ওই পরিবারের ৭ জনই করোনাভাইরাসে আক্রান্ত। পূর্বের ২ ও পরে ৭ মিলে একই পরিবারে মোট ৯ জন করোনার সংক্রমণে সংক্রমিত।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত দুই মহিলা স্বেচ্ছায় স্বীকার করে বলেন, তারা কোম্পানীগঞ্জ-নবীনগর রোডের এক ফার্মেসিতে এসেছিলেন ওষুধের জন্য। পাশের দুটি বাড়িতেও গিয়েছিলেন তারা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, ওই বাড়ির মোট ১১ জন সদস্যের মধ্যে ৯ জনই আক্রান্ত। তাদের সকলকে নিজ বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে আশে পাশের সবকয়টি বাড়ি ও বাখরনগর মোচাগড়া রাস্তা লকডাউন করা হয়।