সড়কের পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৫:৩৯

নিহত মো. শাকিল। ছবি: নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর বারোটার দিকে জালকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. শাকিল। ২৬ বছর বয়সী এ তরুণ গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়াটিয়া বাসায় থাকতেন।
আজ সকালে গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় অজ্ঞাত মরদেহটির পরিচয় পাওয়া যায় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘নিহত ব্যক্তি অটোরিকশা চালাতেন। তাকে কারা এবং কেন খুন করেছে এই বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।’
এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।