Logo
×

Follow Us

জেলার খবর

সিংড়ায় নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

Icon

সিংড়া প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৬:০২

সিংড়ায় নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

নারীসহ আটককৃত ইউপি চেয়ারম্যান। ছবি: সিংড়া প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সোহরাব হোসেনকে নারীসহ আটক করেছে স্থানীয়রা।

গতকাল বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিংড়া থানা মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের সামনে দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।

সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ২ নং ওয়ার্ড সদস্য মো. সোহরাব হোসেন উপজেলার আগমুরশন গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন প্রায় ৪ মাস যাবত সীমা খাতুনের ভাড়াটিয়া বাসায় যাওয়া আসা ও রাত্রি যাপন করতেন। বিষয়টি সীমা খাতুনের ছেলে মো. সিফাত (৮) তার বাবাকে জানালে ছেলে সিফাতকে বলেন এর পরে ওই লোক বাসায় আসলে তুমি বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে আমাকে ফোন করবে। 

গতকাল বুধবার সন্ধ্যায় সোহরাব হোসেন সীমার ঘরে প্রবেশ করলে তার ছেলে সিফাত বাহির থেকে দরজা আটকিয়ে তার বাবাকে ফোনে জানান। পরে স্থানীয় লোকজন তাদের ভাড়াটিয়া বাসা ঘিরে রাখে। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বলেন বিষয়টি শুনেছি উভয় পক্ষের কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫