
হোসাইন মোহাম্মদ আবিদ। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে নিজের গর্ভধারিণী মাকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি।
স্থানীয়রা বলছেন, এমন নৃশংস ঘটনা এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। একজন মা নিজের পেটে ধরা ছেলের হাতে নিরাপদ নয়। দুনিয়া আসলে যাচ্ছে কোনদিকে ভাবনার বিষয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।