আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪১

চট্টগ্রাম আদালত ভবন। ছবি: সংগৃহীত
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সমিতির সদস্য হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জন করবেন আইনজীবীরা। আমরা এদিন আদালত চত্বরে হত্যার প্রতিবাদে সমাবেশ করব।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর ভুক্তভোগীকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়। সম্প্রতি আলিফ চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিলেন। সাত ভাইবোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চতুর্থ।