Logo
×

Follow Us

জেলার খবর

লালপুরে চুরি হচ্ছে রেলপথের ক্লিপ, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

Icon

লালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৪:১৩

লালপুরে চুরি হচ্ছে রেলপথের ক্লিপ, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

চুরি হচ্ছে রেলপথের ক্লিপ। ছবি: লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে রেললাইনের ক্লিপ দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও মালবাহী ট্রেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করা হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।

রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীরা জানান, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন মধ্যবর্তী ১০ কিলোমিটার অংশ। এ রেলপথের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নেই। ক্লিপের অংশ ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিনিয়তই চুরি করছে ক্লিপ। বিশেষ করে হাতুড়ি দিয়ে রেললাইনের স্লিপার ভেঙে এবং ব্লেড দিয়ে কেটে ক্লিপ চুরি করে নিয়ে যায় তারা। যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। 

আজিম নগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার কামরুল ইসলাম বলেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়েও রোধ করা যাচ্ছে না চুরি। এতেই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দ্রুত স্লিপার সংস্কার দাবি জানান।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ‘গত ১৫-২০ দিনের ক্লিপ চুরির ঘটনা কেউ অবহিত করেনি। এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা পুলিশকে অভিযোগ করেছি। এ বিষয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করা হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।’

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, আমি এ থানায় কিছু দিন হলো যোগদান করেছি। ক্লিপ চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫