
বিক্ষোভ মিছিল। ছবি: বরিশাল প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধ ঘোষণার দাবিতে আন্দোলনে উত্তার হয়ে উঠছে বরিশাল। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত থেকে আজ বুধবার (২৭ নভেম্বর) দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে।
বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ইসলামী আইনজীবী পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা পৃথকভাবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এর মধ্যে বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এতে সভাপতিত্ব করেন আইনজীবী ফোরাম বরিশাল জেলার সভাপতি মহসিন মন্টু। এসময় মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসকনের হামলায় চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের নির্মম মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ড প্রমাণ করে ইসকন একটি জঙ্গি সংগঠন। এই হামলার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এসময় আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান আইনজীবী নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির আইনজীবীরা।
এর আগে বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ। এসময় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ থেকে আইনজীবী হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান বক্তারা। পরে আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী আন্দোলনের আইনজীবীরা।
দুপুত ১২টার দিকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। পরে বিএম কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বরিশাল বিশ্ববিদ্যাল শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা শরীফ, সমাজবিজ্ঞান বিভাগের হাসান মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচারী দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবো। ছাত্র সমাজ স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা আবারো রক্ত দিবো। এসময় ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানান তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মানববন্ধনে অংশ নেন। এসময় ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। এসময় তারা ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দেন। পাশাপাশি আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবি করেন।