Logo
×

Follow Us

জেলার খবর

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার সম্পদ ছাই

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ২১:৪৭

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার সম্পদ ছাই

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক পৌর মেয়রের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি (তালুকদারবাড়ি) রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীনের মালিকানাধীন টিনশেড  মার্কেট, রড-সিমেন্টের দোকান, পাট ও ভুট্টার গুদাম, মিজানুর রহমান পারভেজের ওষুধের ফার্মেসিসহ আরও ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে গেছে।

সরিষাবাড়ী ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ারসার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫