Logo
×

Follow Us

জেলার খবর

নওগাঁর মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১

নওগাঁর মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে কৃষকদের  বিক্ষোভ

নওগাঁর মান্দায় ভূমিহীন কৃষকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় আত্রাইয়ে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভূমিহীন কৃষকেরা। গতকাল রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উত্তর চকবালু গ্রামের একটি জমিতে মানববন্ধন করেন তারা।

তাদের অভিযোগ, নদীর তীরে সরকারি জমি ভূমিকর (ডিসিআর) নিয়ে চাষবাদ করত ভূমিহীনেরা। সম্প্রতি ওই জমি ভূমিদস্যুরা দখল করার চেষ্টা করে ফসল নষ্ট করেছে। 

মানববন্ধনে তারা জানান, মান্দা উপজেলার কশব ইউনিয়নে আত্রাই নদীর তীরের সরকারি জমি ডিসিআর কেটে নয় একর জমি ৫৪ জন স্থানীয় ভূমিহীনরা চাষাবাদ করে আসছিল। যেখানে ধান ও রবিশস্য চাষাবাদ হতো। সম্প্রতি ওইসব জমি স্থানীয় জাহাঙ্গীর, ভুট্টু, ওহেদ আলী, গোলাম হোসেন, আমিনুল ইসলাম ও এনামুলসহ অনেকে দখল করার চেষ্টা করছে। 

কৃষকদের অভিযোগ, অভিযুক্তরা সবাই দক্ষিণ চকবালু গ্রামের বাসিন্দা। কয়েকজন ভূমিদস্যু জবর দখলের চেষ্টা করে সরিষাসহ অন্যান্য ফসল নষ্ট করে। এমনকি জমি থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। প্রকৃত ভূমিহীনরা যেন ওইসব জমিতে চাষাবাদ করতে পারে এমন দাবি জানানো হয় মানববন্ধনে।

ভূমিহীন সাইফুল ইসলাম বলেন, ‘গত তিন বছর থেকে ৩৩ শতাংশ জমিতে চাষাবাদ করে আসছিলাম। গত কয়েকদিন থেকে এলাকার ভূমিদস্যুরা জমিতে না নামার জন্য বিভিন্ন ভাবে হুমকিধামকি দিয়ে আসছে। অনেকের ফসলাদি নষ্ট করে ফেলেছে। ওই জমিতে চাষাবাদ করে ফসল ফলানো এবং কৃষি কাজ করে জীবিকা চলতো। জমিটা না থাকলে কষ্টের মধ্যে পড়তে হবে। প্রশাসনের কাছে দাবি, তদন্ত করে সুষ্ঠুভাবে জমি ভূমিহীনদের মাঝে বণ্টন করে দেওয়া হোক।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা বলেন, ‘কৃষকদের কাছে থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫