Logo
×

Follow Us

জেলার খবর

নওগাঁয় ঢাকা ফেরত কিশোর করোনায় আক্রান্ত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০, ১৪:৩৫

নওগাঁয় ঢাকা ফেরত কিশোর করোনায় আক্রান্ত

নওগাঁর ধামইরহাটে আবারও একজন ঢাকা ফেরত ১৫ বছর বয়সের কিশোরের শরীরে করোনা পজিটিভ ধরা পরেছে। ছেলেটির বাড়ি আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামে। উপজেলা প্রশাসন আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের বাড়িটি লকডাউন ঘোষণা করেছেন।

সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. স্বপ্নন কুমার বিশ্বাস। এ নিয়ে ধামইরহাট উপজেলায় করোনা পজিটিভ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২জন।

জানা জায়, আক্রান্ত ছেলেটির বাড়ি আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামে। ছেলেটি ঢাকায় গার্মেন্টসে কাজ করতো। গত ৫ মে ঢাকা থেকে বাড়ি এলে গ্রামের মানুষ বাধা দিলে পরের দিন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শরীরে করোনা আছে কিনা পরীক্ষার জন্য নমুনা নিয়ে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে ১০ মে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এখন সে করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছে বলে প্রতিবেদককে জানানো হয়। কিশোরের শরীরে করোনা ধরা পরায় ধামইরহাট উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন ঘোষণা করেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, ছেলেটি ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী, তার শরীরে করোনার কোন উপসর্গ ছিলনা কিন্তু ১০ মে রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বাড়িটি লকডাউন করে ঢাকা ফেরত ওই কিশোর এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫