Logo
×

Follow Us

জেলার খবর

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ারসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। ভোরে সীমান্ত পার হয়ে ফিরছিলেন তারা। এ সময় ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়।

গুলির শব্দ শুনে সীমান্ত এলাকার স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পঞ্চগড়ের ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে বিএসএফ আনোয়ারের মরদেহ নিয়ে যায়। ঘটনার পর বিজিবি অভিযান চালিয়ে সীমান্ত থেকে একটি ভারতীয় গরু জব্দ করেছে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, আমরা তীব্র প্রতিবাদ জানাব এবং পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।

সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সীমান্তে চোরাচালানকে কেন্দ্র করে এমন প্রাণহানি প্রায়ই ঘটছে। তারা সরকারের প্রতি সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫