
প্রতীকী ছবি
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় আকাশ আহমেদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) রাতে কুমারখালি উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভাড়ালা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ কুষ্টিয়ার ঝাউদিয়া বন্দনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ঝাউদিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ বন্ধুদের নিয়ে মোটরসাইকেলযোগে ঝাউদিয়া হতে কুমারখালী যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়লে দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) চিরঞ্জিত জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।