Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ক্যাডেট কলেজে তিনদিন ব্যাপী ৫৯তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ মো. শফিক উদ্দীন, এ্যাডজুটেন্ট মেজর মো. সরফরাজ নেওয়াজ পিএসসি জি, মেডিকেল অফিসার মেজর নূরুজ্জামান তূর্য প্রমুখ।

প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩৩টি ইভেন্টে অংশ গ্রহণ করবেন। আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫