Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:২১

নাটোরে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা হালতি বিল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মাধনগর ইউনিয়নের বিলটির সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মুস্তাফিজুর রহমান।

স্থানীয়রা জানায়, বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি হত্যাকাণ্ড।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবককে ভারী কিছু দিয়ে মুখে আঘাত করে হত্যা করা হয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫