সংবাদ প্রকাশের পর অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

অবৈধ ইটভাটায় অভিযান। ছবি- লালপুর (নাটোর) প্রতিনিধি
'লালপুরে আইন মানছেন না ভাটা মালিকরা' শিরোনামে সংবাদ প্রকাশের পর নাটোরের লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পদ্মারচরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এ বিষয়ে মেহেদী হাসান জানান, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এজিআর ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তিন লাখ টাকা, এজিএম ও এজিএস ভাটাকে এক লাখ টাকা করে সর্বমোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধ ভাটার তালিকা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।