গাইবান্ধায় বালু চাপায় ট্রাক্টর হেলপারে মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮

গাইবান্ধা জেলার মানচিত্র। ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক্টরে বালু তোলার সময় বালুর নীচে চাপা পড়ে এক হেলপারের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল ওয়াহেদ (৩৪) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে চন্ডিপুর গ্রামের পাশের করতোয়া নদীর তীর থেকে ট্রাক্টরে বালু তোলা হচ্ছিল। বালু তোলার এক পর্যায়ে উপর থেকে হঠাৎ একটি বালুর স্তর ভেঙ্গে পড়লে টাক্টর হেলপার আব্দুল ওয়াহেদ নীচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা হয়েছে।