লাশঘরের সামনে স্বজনদের আর্তনাদ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে সড়কে প্রাণ গেল দম্পতিসহ একই পরিবারের চার জনের। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ড্রামট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিলেন। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরো চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আরো দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রশিদ (৫৫) ও স্ত্রী বকুলা আক্তার (৪২), বকুলার ভাই বিদ্যা মিয়া (৪৪) ও বিদ্যার পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশা চালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত লাবনীর বাবা লাল মিয়া জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুর রশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪ টার দিকে নেত্রকোনার শিমুলকান্দির উদ্দেশ্যে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি আব্দুর রশিদ ও বকুলা আক্তার ময়মনসিংহ মেডিকেলের লাশঘরে এবং বিদ্যা মিয়া ও পুত্রবধূ নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছেন। নিহত আব্দুর রশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। তাদের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকটিকে নিয়ে চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।