মানিকগঞ্জে লোকসানের মুখে ফুলকপি চাষিরা

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:১২

ফুলকপি চাষ। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে কৃষি উপকরণের দাম বৃদ্ধি অন্যদিকে সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের মুখে তারা। ১০ টাকার উপর প্রতি পিস কপিতে খরচ করে এখন তা বিক্রি করতে হচ্ছে ২থেকে তিনটাকা দরে।
জানা গেছে, প্রতি বিঘা জমিতে ১২ হাজার টাকার চারা লাগে। হালহাষে ৩ হাজার, চারজন দিনমজুরের ১২শত, দুই বার কেল তুলতে ৩ হাজার, তিনবস্তা সার ৪ হাজার ৫০০ টাকা। ভিটামিন ও কিটনাশকে ৫ হাজার টাকা, জৈব সার ও অন্যান্য খরচ ৫০০০ টাকা। এছাড়াও জমির মালিককে বছরে ২০ হাজার টাকা দিতে হয়। এভাবে প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে ৩০ থেকে ৩৫ হাজার টাকার উপর খরচ পড়ে যায়। প্রতিপিস চারা ৩টাকা দিয়ে কিনে দুই মাসের উপর পরিচর্যা করে এখন সেই কপি বিক্রি করতে হচ্ছে ২ থেকে তিন টাকা দরে।
সরেজমিন আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মেঘশিমুল, উকিয়ারা, ঢাকুলি এলাকায় দেখা যায়, শত শত বিঘা জুড়ে ফুলকপি চাষ করেছেন কৃষকেরা। অনেকেই বাজারজাতকরণের জন্য পরিপক্ব কপির পাতা ছেটে দিচ্ছেন। আবার কেউ বিক্রির উদ্দেশ্য ভ্যান ও ট্রাকে করে খেত থেকে কপি নিয়ে যাচ্ছেন।
অন্যের জমি লিজ নিয়ে, ধার দেনা করে ৫০ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন সদর উপজেলার ঢাকুলি গ্রামের রশীদ মিয়া। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে ৩ থেকে সারে তিন হাজার চারা লাগে। প্রতি পিস ফুলকপির চারা আড়াই থেকে তিন টাকা দরে কিনতে হয়েছে। জমিতে হালচাষ, কীটনাশক, সার, ভিটামিন ও দিনমজুর মিলিয়ে খরচ পরেছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এখন প্রতিপিস ফুলকপি বিক্রি করতে হচ্ছে ২ থেকে ৩টাকা। ফুল কপি চাষ করে এখন আমি সর্বস্বান্ত হয়ে গেলাম। কমপক্ষে আমার ৩০ থেকে ৩৫ লাখ টাকার লোকসান হবে।
মেঘশিমুল এলাকার নকুমদ্দিন বলেন, আমার দুই বিঘা জমির কপি বিক্রির উপযোগী হলেও সেগুলো খেতেই পরে আছে। এমনিতেই লস বাজারজাত করে লস আর বাড়াবো না।
ঢাকুলি এলাকার মজনু মিয়া বলেন, চার বিঘা জমিতে কপি চাষ করেছিলাম। গতকাল আড়তে ১০০ টাকা মন হিসেবে বিক্রি করেছি। অথচ চারা কিনেছিলাম ৩ টাকা প্রতিপিস।
সরাসরি চাষিদের কাছে থেকে ফুলকপি কিনে মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন আড়তে সরবরাহ করেন ইদ্রিস আলী। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে ৭৮ হাজার ২০০ শতপিস ক্ষেতের কপি কিনেছি। কোন কৃষকের সবটাকা অগ্রিম দিয়েছি আবার কাউকে আংশিক দিয়েছি। ২০ টাকা দরে কপি কিনে এখন সেগুলো বিক্রি করছি ২ থেকে ৩ টাকা করে। সীমাহীন লসের সম্মুখীন আমি।
সিংগাইর উপজেলার হাসু বেপারি বলেন, ফুলকপি চাষ করে একেবারে ধরা খেয়েছি। এতটাকা খরচ করে চাষ করেছি। এখন খেত থেকে কপি কাটতে ইচ্ছে করে না। কামলা এবং গাড়িতে করে বাজারজাত খরচই উঠছে না আমাদের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. রবিআহ নূর বলেন, চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় ফুলকপির দাম পাচ্ছেন না কৃষক। আমরা সব সময় তাদেরকে উপদেশ দিয়ে থাকি একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের সবজি চাষের। কিন্তু প্রথমে দাম বেশি পাওয়ায় সবাই একসাথে ফুলকপি চাষ করেছে। আগাম, মধ্যম ও নামী জাতের ফুলকপি চাষ হলে এ সমস্যাটা হতো না।