সিংড়ায় ৩ সয়াবিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯
-67701252b7e63.jpg)
সিংড়ায় ৩ সয়াবিন ব্যবসায়ীকে অর্থদণ্ড। ছবি- সংগৃহীত
নাটোরের সিংড়ায় তিন সয়াবিন তেল ব্যবসায়ীর ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন ইউএনও মাজহারুল ইসলাম।
তেলের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাংগানো এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী বিপ্লব সাহা, মানিক হোসেন ও বিপুল সাহাকে এই অর্থদণ্ড করা হয়েছে। এসময় বিমল চন্দ্র সাহার গোডাউন থেকে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ লাচ্ছা, চিপস ও ময়দা জব্দ করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।