Logo
×

Follow Us

জেলার খবর

সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৩:২১

সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান (৩০) নামে এক মসজিদের ইমাম মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিদ হাসান পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত হাফেজ জাহিদ হাসান আজ সকালে তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমরা ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  বলেন, নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫