সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা লেগে প্রাণ গেল ২ জনের

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৭
-677aa996eed80.png)
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শামসুদ্দিন নামে অপর একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ইসমাইলের ছেলে রুবেল (৩০) ও মনজুর রহমানের ছেলে নাদিম (৩০)। উভয়ের বাসা বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আফতাব নগর খেরানী পাড়ায়।
সিংড়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় হাঁসের খামারে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন দুর্ঘটনার শিকার তিনজন। সিংড়া উপজেলার নিংগইন এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর টহলরত গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুবেল নিহত হন। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর নাদিম মৃত্যুবরণ করেন।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। লাশ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে রাখা হয়েছে।